ছবি জীবনের সাক্ষ্য দেয়
সময় বাড়ে -ঝাপসা হয়
অতপর হারিয়ে যায়...
কখনো বা  স্মৃতি হয়...


মানুষগুলো এক থেকে
একাধিক হয়
ন্বপ্ন আঁকে, ছবি আঁকে
ইচ্ছে পুরনে দৌড়ে ছোটে..


ভালবাসার বিকিকিনি চলে
স্বচ্ছতার আড়ালে আঁধার নামে
জীবনের পূর্ণতায়  সচেষ্ট হয়.
ফলাফল অপূর্ণ রয়ে যায়...


সবশেষে  হতাশ হয়
নি:স্ব হয় ,বিলীন হয়
সব ছেড়ে ছুটে পালায়
কাঠামোটা ধ্বসে পড়ে ..