পরাভূত সময়ের গ্লানি মেখে
স্বপ্নেরা স্বাধীনতা হারিয়েছে আজ।!?
স্বপনের  সব ক'টি স্বপ্ন তাই
হাতছানি দেয়, কাছে ডাকে,
পেতে চায় একান্তে
আমাকে, তোমাকে -সবাইকে।


শৃঙ্খল ভাঙার গানে গানে
স্বপ্নেরা স্বাধীনতা ফিরে পেতে চায়-
কেঁদে ফেরে আকুতি জানিয়ে।
এভাবেই সময়েএগুতে থাকে
স্বপ্নদের স্বপ্ন নিয়ে---,


সহসা স্বপ্নদের স্বপ্ন ভেঙ্গে যায়,
আর বুকের ধুকধুকটা বেড়ে চলে
স্বপ্ন স্বপ্নতেই রয়ে যায় ..
রেখে যায় গুটি কয়েক দীর্ঘশ্বাস !!!