সৌমিত্র নীল আকাশে
খোলা চোখ রাখে,
মেঘের ভেলায় চড়ে
জোছনায় স্নান করে।
তবুও জীবন অশুদ্ধ রয়ে যায় ।


নন্দিনী হৃদয়ের তাণপুরায়
সুরের ঝঙ্কার তোলে,
রূপকথার স্বপ্ন দেখায়,
বাবুইয়ের নাগর দোলনায়
দু’জনে দোল খায়।
সময় তবুও থমকে দাঁড়ায় ।


চুপচাপ কিছুক্ষণ  !
তারপর উজানে নৌকা ভাসায়,
রৌদ্র-জলে মুক্তো জ্বলে,
আর মুক্তোর ঝলকানিতে
ঝলসে যায় স্বপ্ন রাঙা আগামী....