আমি নিশি জাগি প্রিয়ারও লাগি
আসিবে প্রেয়সী কখন?
পূবের গগন রবির রশ্মিতে
প্রভাত হাসিবে যখন।
প্রিয়ার প্রতীক্ষায় প্রহর গুণি
নির্বাক নির্মম নিশীথে,
নিশাকর নেই নীলিমার বুকে
আঁধার নামে অবনিতে।
দক্ষিনা সমীরণ আসে না আজ
বাতায়ন রেখেছি খোলা,
এ হৃদয় সিন্দুতে মহাতরঙ্গ
দিয়ে যায় ভীষণ দোলা।
গুলশান হতে সুরভি আসে না
ভাবিতেছি বসিয়া খাটে,
কেন জুনিরা মৃদু প্রভা দেয় না
প্রিয়া মোর যে পথে হাঁটে।
প্রিয়ার তরেতে সে পথ চাহিয়া
কাটায়েছি কতনা রাত,
ছিল না কখনো হৃদয় মাঝারে
এ রাত্রি এতটা বিষাদ।
এই রাতের গন্ডি পেরিয়ে যাচ্ছে
দুর্ধর মন্থর গতিতে,
মেঘলা জমেছে দূরের গগনে
আজ রবিহীন প্রভাতে।
আসিবে আসিবে বলেছিল প্রিয়া
আমার এই ছোট্ট নীড়ে
যাকে নিয়ে বহু স্বপ্ন অনুরাগ
অজস্র বিপত্তির ভিড়ে।
সে পথ চাহিয়া রয়েছি এখনো
আসে যদি প্রিয়া হেথায়,
ছলছলে আঁখি শবযাত্রা দেখে
হৃদয় ছেঁয়েছে ব্যথায়।
আচমকা আজ মেঘলা গগন
কাঁদিয়া কহিল আমায়,
অনন্ত নিদ্রায় নিদ্রিত প্রেয়সী
যায় মাটির বাটিকায়।