সম্মুখে অবিচার,শত শত অনাচার
দুঃখ দুর্দশা দেখি ধরণীর বুকে,
খোলা চোখে অন্ধ, বিবেকটা বন্ধ
কেন কলঙ্কের কালিমা লাগিয়ে মুখে?
দেখে যাই ভজঘট,বিভীষিকা সঙ্কট
ভ্রান্ত ধারণা নিয়ে আছি ভবঘুরে,
কেন এসবের ভয়ে,কূপমণ্ডূক হয়ে-
ঘন-সিয়া আঁধারে রয়েছি পড়ে?
.
হিম্মত নিয়ে বুকে,সবে চলি নব দিকে
চল! আঁধার থেকে মানব দেই জাগিয়ে,
কালোছায়া দূর করি,আলোর পথ ধরি
চল! ঋদ্ধিতে যাই সবে এগিয়ে।
সকলের আশাতে,প্রেম ভালোবাসাতে
ভরে দেই প্রতিটা মানুষের অন্তর,
তবেই না দেশ জাতি,ধরণীতে পাবে খ্যাতি
এই বিশ্ব-সমাজ হবে সুন্দর।
======¤======