দেখো নয়ন খুলে ওহে বন্ধু!
দেখো এই ধরণীর হাল,
জাগলে তুমি মিটবে আঁধার
দুঃখ কঠিন কাল।
.
দেখো দাঙ্গা,দেখো ফ্যাসাদ
দেখো মানব যাতনা,
দেখো দুর্ভোগ,দেখো দুর্যোগ
দেখো দুর্দশা কতনা!
দেখো কদাচার,দেখো অনাচার
দেখো শাসকের ভুল দণ্ড
দেখো সত্যের সাথে মিথ্যা মিশিয়ে
উপদেশ দেয় ভণ্ড।
দেখো হুটহাট,করে লুটপাট
বহু সম্পদ মানবের,
দেখো রক্ত চুষে ধরণীর বুকে
কত হিম্মত দানবের!
দেখো হিংসা,দেখো নিন্দা
দেখো পরস্বের প্রতি লোভ,
দেখো মিত্রতা ভুলে শত্রুতা করে
প্রেম নেই আছে ক্ষোভ।
.
এসব দেখেও যদি বন্ধু
না জাগো হে তুমি!
অপাত্রে ছেঁয়ে যাবে এই-
বিশ্ব সোনার ভূমি।
=====¤=====