একলা আমায় করিয়া
গেল পাখি উড়িয়া
আচমকা বাতাসে,
যাচ্ছে নিশি কাটিয়া
বাতায়নে বসিয়া
চাহিয়া ঐ আকাশে।
পাখিটা এমনই নিঠুর
দিয়াছে বেদনা বিধুর
দূর দেশে গিয়াছে আমায় ছাড়িয়া,
আজো তাহার স্মৃতির নূপুর
বাজিতেছে রাত্রি দুপুর
আমার কর্ণ জুড়িয়া।
করিয়া কল্পনা
হৃদয় ভরা বেদনা
জমাই বক্ষ পিঞ্জিরে,
মুছিতে পারি না
হৃদয়ের আলপনা
বেঁধেছি তাহারে প্রেমের জিঞ্জিরে।
কোথায় যে গেল পাখি?
খুঁজে বেড়ায় দুটি আঁখি
শয়নে স্বপনে সদা কান্দিয়া,
হৃদয়ে যতনে রাখি
তবুও হারালো পাখি
রাখিতে পারিলাম না বান্ধিয়া।
=====<>=====