শব্দ নিয়ে যুদ্ধ করে
বর্ণ নিয়ে খেলা,
ভাবনা নদীর মাঝি তারা
ভাসায় কাব্য ভেলা।
স্বপ্ন নিয়ে মত্ত হয়ে
যাচ্ছে যেন রণে!
মানব তরে লিখছে তারা
হার্দ তাদের মনে!
নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে
দিচ্ছে মহা ধন,
তার লেখাতে জাগ্রত হয়
মানব সর্বজন।
কাব্য দ্বারা তুলে তারা
মিষ্টি মধু সুর,
প্রেমের বাণী ছিটিয়ে তারা
ঝঞ্ঝাট করে দূর।
জাতি মনে দূর করে
শক্ত যত ভুল,
সেইতো কবি ধরার বুকে
প্রস্ফুটিত ফুল!
=====¤=====