মুখের নয় এই মনের ভাষা
কবিতায় কথা কয়,
বুঝেনা'তো কেউ বেদনা আমার
কবিতার মাঝে রয় |
নয়নের জল নীরবে ঝরিছে-
বিরহের কবিতায়,
ছন্দের আনন্দে হৃদয়ের ব্যথা-
ভুলে কেহ উপমায় |
দীঘল যামিনী গগনে চাহিয়া-
অসহায় কবি ভাবে,
কোথায় গেলে সে মনোবেদনার
ঐ সান্তনাটুকু পাবে |
চেপে রাখা বেদনা খুঁজে ঠিকানা
কবিতায় করে রুদ্ধ,
কষ্টের পাতায় কবি করে যায়-
জীবনের সাথে যুদ্ধ |