আমি লিখে যাই-তার তরে ভাই
যে বঙ্গকে বাসে ভালো,
হৃদয়ের টানে-অনুভবে আনে
প্রথম মুক্তির আলো।
মানবের তরে-জান বাজি ধরে
শত স্বপ্নে বাঁধে ঘর,
জয় জয় গানে-চলে অভিযানে
ভুলিয়া আপন পর।
শীর করে নিচু-যায় নাতো পিছু
দেখে শত মৃত্যু জ্বালা,
রণসাজে রাঙে-পদাঘাতে ভাঙে
জালিমের বন্দীশালা।
জিঞ্জির ছিঁড়িয়া-পিঞ্জর ভাঙিয়া
ছুটে চলে যার প্রাণ,
ভূলোক মাতিয়ে-দ্যুলোক নাচিয়ে
মধু সুরে গায় গান।
মহা মরুঝড়ে-মরুদ্রথে চড়ে
চলে মরু অভিযানে,
মিথ্যার বাণীতে-আঘাত হানিতে
ছুটে চলে প্রাণপণে।
তীব্র হুতাশন-ঝঞ্ঝার কম্পন
কভু নাহি ভয় করে,
দুর্গম অঞ্চলে-যারা যায় চলে
মানব মুক্তির তরে।
আশা নিয়ে বুকে-চলে নব দিকে
সব বাধা করে দূর,
ভুলে রাজা প্রজা-উঁচু করে ধ্বজা
সবে তুলে জয়সুর।
দারিদ্র্যতা রোধে-পরবোঝা কাঁধে
তুলে নেয় হাসি মুখে,
দলপতি নয়-সহগামী হয়
কেঁদে মানব দুঃখে।
অনাহারে থেকে-ক্ষুদার্তের মুখে
তুলে দেয় যারা গ্রাস,
দুর্বলের পাশে-বল হয়ে আসে
দূর করে সব ত্রাস।
ফুল ও ফসলে-সবুজে শ্যামলে
বসুধা সাজায় শ্রমে,
শক্ত হাতে ধরে-অট্টালিকা গড়ে
যারা রক্ত ঝরা ঘামে।
ত্যাগী অনুক্ষণ-পরার্থে জীবন
নিজ স্বার্থ নাহি খোঁজে,
সৎ কাজে সাঁড়া-দিয়ে যায় যারা
বিধাতার নীতি বুঝে।
যে এমনি করে-মানবের তরে
জীবনকে করে ক্ষয়,
আমি তার তরে-লিখি প্রাণ ভরে
গানে আনি তার জয়।