হৃদয় গহীনে কষ্টের স্পন্দন
বিষাদ নয়নে নীরব ক্রন্দন
বেড়ে গেছে আজ বহু,
ছিঁড়িল প্রেমের কঠিন বন্ধন
সুবাস হারালো পুষ্পের নন্দন
বায়ু নাই আজ হুহু।
জানালা খুলিয়া দেখেছি তখন
নীশিথ কেন'যে হয়েছে এমন
বসে ভাবি একা নীড়ে,
আঁধারে ছেয়েছে দূরের গগন
জোছনা হারালো চাঁদের লগন
ভোর হয় ধীরে ধীরে।
যেপথ হাঁটিয়া আসিতো সজনী
সেপথ চাহিয়া কাটিলো রজনী
তবু নাহি এলো প্রিয়া,
হৃদয় রমণী প্রাণের মোহিনী
কাঁদায়ে গগন ছাড়িলো অবনি
তাই স্তব্ধ মোর হিয়া।