নিশি শেষে কালো বেশে
গগনেতে মেঘেলা,
চারদিকে হাহাকার
অন্ধকার অবেলা।
প্রভাতের প্রভাকর-
দেয়নি উকি আজ,
কোন বিষাদে নীলিমা-
ধরেছে কালো সাজ?
যেন বৈশাখী ঝটিকা -
ধরণীতে আসবে,
নীলিমার জলে বুঝি
এ  হৃদয় ভাসবে।
ছলছলে আঁখি দুটি-
চেয়ে আছে ঐ পথে,
বলেছিল আসিবে সে
আসিবে এ প্রভাতে।
আসে না তো এখনো সে
জানিলাম সহসা,
দূর দেশে যায় প্রিয়া
সব করে দুরাশা।