দেহ খাঁচা শূন্য করে,প্রাণ পাখিটা গেল উড়ে
কোথায় আমি পাই তাহারে বল্?
সে কি আসিবে ফিরে?আসিলে মনেরি নীড়ে
রাখিতাম না দুই নয়নে জল।
জানি পাখি আসিবে না,আমায় ভালবাসিবে না
ঘুমিয়ে আছে'যে ময়না কইরা আমায় পর,
দূর দেশে যার আজ ঠিকানা,প্রাণে'যে আর সহে না
আমায় ছেড়ে আপন করছে ঐনা মাটির ঘর।
অনন্ত এই ভালবাসা,ক্ষণিক দিনের স্বপ্ন আশা
সব ফুরিয়ে বুকের নদী করে ছলছল,
দিবানিশি তাহারে ভেবে,চলিতেছে জীবন ভবে
আঁখি আমার সদাই টলমল।