একদিন মেরুদন্ড হইবে বাঁকা
অস্থিতে জং ধরিবে,
চোক্ষে সেদিন দেখবা আঁধার
দন্তগুলো পড়িবে।
পঞ্চ ইন্দ্রিয় অচল হইবে
বোধ শক্তি থাকবে না,
ও তোর সকল দম্ভ চূর্ণ হইবে
একটু কেন ভাবিস না।
ওরে অধম বুঝলি না কেন
মানুষ নামের শ্রেষ্ঠ জীব?
সেদিন ভবের লীলা সাঙ্গ হইবে
নিভে যাইবে জীবন দীপ।
আপন বলে থাকবে না কেউ
হইবি সেদিন নিরুপায়,
পালকি চড়ে যাইতে হইবে
থাকতে হইবে নিরালায়।
এমনি করে আর কতকাল
চলবি ভব সংসারে,
থাকতে সময় ওরে অধম!
সঠিক পথে চলনারে।