যে জনপদে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দুষ্প্রাপ্য হয়ে পড়েছে, তথা হতে বের হয়ে অন্যত্র চলে যাওয়াই জ্ঞানীর কাজ। কিন্তু যে স্থানে প্লেগ বা অন্যবিধ কোন সংক্রামক ব্যাধিক্যজনিত মহামারী আরম্ভ হয়েছে তথা হতে পালানো ভিতু নির্বোধের কাজ। সুস্থ লোকেরা যদি বের হয়ে যায় তবে সেবা-শশ্রূষার অভাবে পীড়িত লোকগুলি ধ্বংসপ্রাপ্ত হবে। তাই জ্ঞানীদের কাজ, যথাস্থানে থেকে পীড়িত লোকের সেবা করা। আর এই অবলম্বনে আমার আজকের কবিতা "পদাতিক পরিক্রম".