ফুল'তো ফুটে না আর ঐ বাগিচায়
ঘুমিয়েযে আছে প্রিয়া আজ নিরালায়,
ও বাগিচা কত জানি করে মিনতি
মনে হয় দুজনাকে এক সাথে চায়।
ভালবাসার জল্পনা,কত শত কল্পনা
ছিল কত কথার ফুলঝুরি,
নীরবে কাঁদে আজ ঐ বাগিচা
দুজনার হয় না তো আর লুকোচুরি।
ঝরে আর পড়ে না সুরভী বকুল
গন্ধ ছড়ায় না আমের মুকুল,
ছলছলে দু নয়নে চেয়ে থেকে আমি
পাই না খুঁজে নদীর,এ কূল ও কূল।
বিষাদ নদীর ঢেউ বুকে বহে আজ
প্রিয়া হারা দুঃখটা করিছে বিরাজ,
আমিও প্রতীক্ষার গুণি সেই শুভদিন
কখন নিভিবে মোর জীবন সিরাজ!