আকাশ যদি না হয় কালো
চাঁদের কি প্রয়োজন!
জীবন শূণ্য বন্ধু বিহীন
থাকুক না স্বজন।
চাই না আমি এমন আলো
যার ছিল না প্রয়োজন,
শূণ্য হৃদয় থাকুক পড়ে
চাই না এমন প্রিয়জন।
চাইযে শুধু বন্ধু তোমায়
হওনা তুমি কালো!
জানি আমি মনটা তোমার
আলোর চেয়ে ভালো।
সাদা-কালো আঁধার-আলো
সবাই সবার তরে,
আলোর সুনাম কালোর মাঝে
আলোও স্বীকার করে।
চল বন্ধু ভুলে যাই মোরা
সাদা-কালোর পার্থক্য,
এই জাগরণ জেগে ওঠে
চল গড়ে তুলি ঐক্য।
====¤====