কত বিষাদ বেদনার কাব্য লিখেছি
এই হৃদয়ের খাতায়,
সে নিশীথে মোর নিঁদ ছিল না
দুটি নয়নের পাতায়।
অবাক নয়নে তাকিয়েছিলাম
দূর গগনের পানে,
ঘন-সিয়া রাত হেনেছিল আঘাত
হৃদয় মধ্যিখানে।
মোর ঘরের প্রদীপ নিভু নিভু করে
নিভিয়াছিল যখন,
গুরুগুরু এক ধ্বনি তুলিয়া
কাঁদিয়াছিল গগন।
ভুলিতে পারি না সে নিশীথ আমি
যে নিশীথে প্রিয়া হারায়,
মোর হৃদয়খানি যে জড়ায়ে আছে
তাহার প্রেমের মায়ায়।
জিঞ্জির ছেড়া সেই পাখিটা
মনের পিঞ্জর ভেঙে আজ,
কোথায় গিয়াছে আমারে ভুলিয়া
ধরিয়া সফেদ সাজ।