মসজিদ প্রেম করে,মন্দির প্রেম করে মানবকুলের সাথে,
গীর্জা প্রেমে টানে,প্যাগোডা প্রেমে টানে এক বিধাতার পথে।
ধর্মালয়ের বিধাতা প্রেমে মগ্ন থাকে যে মানব,
বন্ধুর পথের জীবন যাতনা হয়ে যায় তার লাঘব।
ঘুরেফিরে যারা বিধাতা প্রেমে দেয় বাধা প্রতিনিয়ত,
বিধাতা মনের ক্ষমার দুয়ার তাদের জন্যও প্রিয়তো।
দাঙ্গা যুদ্ধে ভাঙছে যারা এক বিধাতার পূণ্য ঘর,
শুদ্ধ হতে ফিরবে তারাই জাগিয়ে মনে প্রেমের স্বর।
ধর্মালয়ের এক বিধাতা মানবকুলের আশ্রম,
হুকুম তাহার মানতে হবে নির্দ্বিধায় সশ্রম।  


১৪-০৬-১৯
রুপনগর আ/এ