আবাসিক কক্ষ যেন মোর বক্ষ
                অতিথি আসে দুই দিন বসে
                            আবার দেখি নাই,
     জীবনের প্রতিক্ষণে আকুল হৃদয় মনে
                 হারানো সুখ কিছু চেনা মুখ
                               খুঁজিয়া বেড়াই।
           ব্যাথা যার জন্যে সে খুঁজে অন্যে
                     আমি যাচি কেবলি তায়,
আবার আসিবে ফিরে আশা মম হৃদ ঘিরে
                স্মৃতি যখন ডাকিবে তোমায়।
       ঝিলিক বরণ রঙে মরিচা ঢেকে অঙ্গে
                     বরিয়াছে হয়তোবা কেউ,
       বুঝিবে তখন তুমি ভাঙিবে তির ভূমি
                  যখন আসিয়া সত্যের ঢেউ।
      ফিরাইয়া লইব তব আমার বুকে যবে
                         তোমার বিছানা পাতা,
      আসিবে সেদিন জানি হস্তে লইয়া তুমি
                    একটি শূণ্য খাতা।
      তবুও বরিব আমি তবুও বরিব তোমায়
        কারণ তোমাকে যে দেখিয়াছি
              সবটুকু ক্ষমায়।।