জয় পাবে জয় ঝেড়ে ফেলে ভয়
অলিক চিন্তায় কেন জীবন কর ক্ষয়?
একই মানুষ যদি এভারেস্ট ছোঁয়
তোমার বেলায় কেন তা হবার নয়?
           ছাড়ো বিছানা ঝাড়ো ঘোর
           খোলো বাতায়ন খোলো দোর।
মেঘলা আকাশ দেখে করোনাকো ভয়
আড়ালে যে তার দিবাকর রয়।
           পথ যতই হোক কন্টকময়
           দুর্গম গিরি কভু ভয় পাবার নয়।
মুখেতে থাকে যদি শুধু কালিমা
উত্তাপে গলে যাবে সব নীলিমা।
মুহাম্মদ (সা:) নাম খানি শিরে লও তুলি
চোখেতে সুরমা কর মদীনার ধুলি।
মুসলমান শির কভু নয় নোয়াবার
সম্মুখে থাকুক যতই বাঁধার পাহাড়।
যখন জন্মেছ ভবে মরন হবেই একবার
তবে কেন দিলে পুষো ডরভয় আবার?
জীবনের মায়া যত মৃত্যু ভয় তার তত
মৃত্যুকে ভয় করে যম রুখতে পারনাতো।
তাই উড়াও ন্যায়ের ঝান্ডায় সত্যের কেতন
নিজ দেহ নয় করো মানবের যতন।
দেহ খানি পচে তোমার হবে ম্লান
মানব প্রেম থাকে জেনো চির অম্লান।
এই জগৎ কিনা দিয়াছে তোমায়
বিনিময়ে তুমি কিছু দিয়েছ কি তায়?
            না দিয়ে চায় যারা
            জগতে মুর্খ তারা।
মুর্খের দলে থেকে করোনা উল্লাস
মনে রেখ একদিন সবি হবে নাশ।।