বাংলা কবিতা ডট তোমাকে হাজার সেলাম,
মৃত্যুর দুয়ারে এসে জীবনদায়ি পথ্য
সেতো তোমা হতেই পেলাম।
ছন্নছাড়া ছন্দহীন বিমূর্ষ পান্ডুলিপি আমার
হেঁটেছে বহুযুগ বহুদ্বার
পায়নি খুঁজে তর একটুকু বসবার স্থান,
বক্ষে তুলে তুমিই করলে তাকে সমিহান।
একটি কবিতা একজন কবির কাছে সন্তান তুল্য
হোক সে রগ্না,দুর্বল কিংবা শ্রীহীন,
সে তুমি ছাড়া আর কেউ বুঝেছে কি কোন দিন?
অর্থ লোভ আর প্রবঞ্চনা আমার কবিতাকে করেছে ক্ষত
কবি! অসম্মানের এই বেসাতি চলবে আর কত?
তুমিই দানিয়াছ লোভির বুকে সুরেলা ছন্দের ঘাত,
আর গুনতে হবে না হয়তো কারো
এক,দুই,তিন কিংবা ছয়,সাত।
গার্মেন্টস কর্মী আমি,
বিশ্বকে সাজাই নিয়ত রঙিন বেশ আর ভূষণে,
দু,দিনেই ক্ষয় হয়ে যায় সব
সাবান ছোডার তীব্র কাচা আর কোষণে,
তারপর ডাস্টবিনে।
এভাবে আমার সৃস্টির সবই শেষ কিছু থাকবে না আর ঘরে
হয়তো আমি মরিবার পরে।
তুমিই দিলে আমায় অমরত্ব
হোক তা কেবল একটি প্রাণেরও মাঝে,
মম শ্রীহীণ কিছু ভুন্ডলে কাজে।
তাই শত প্রর্থনা তোমার তরে,
বেঁচে থেকো তুমিও বেঁচে থেকো বাংলা ভূবে
আজ হতে সহস্র যুগ পরে।।