তোমরা সবাই দেখে যাও আজকে আমার বিয়ে
বর এসে পালকি চড়ে আমায় যাবে নিয়ে।
শ্বশুর সাহেব আমার জন্য আনবে পাঁচ শাড়ি
সেই শাড়ি পড়ে আমি যাব তাঁহার বাড়ি।
চার খানা গায়ে তার এক খানা মাথায়
পা দুখানি বাঁধা থাকবে জানি শক্ত ফিতায়।
আমায় গোসল দেবে দিয়ে বড়ই পাতার  পানি
মশারীর চার কোনা ধরবে চার নানী।
গোসল দিতে গিয়ে আমার চাচি ধরবে গান
মা বলবে,''থামরে বুবু যায় বুঝি মোর প্রান"।
বাবা আমার বুক চাপড়িয়ে করবে আহাজারি
ভাইটি আমার সুর ধরিবে ভাটিয়ালি সারি।
কেউবা কলেমা শাহাদত পড়বে তাহার সাথে
চার বেহারা পালকি খানি তুলে নিবে কাঁধে।
'মিনহা খালাকনাকুম' গীতি খানা গেয়ে
বাসর ঘর এঁটে সবায় ফিরবে পথ বেয়ে।
স্বামীর ঘর উত্তর-দক্ষিণ, উপরে বাঁশের ছানি
কলা পাতায় ঢাকা থাকবে  না পড়িবে পানি।
বাসর ঘরে  প্রথম ঢুকে অচিন দুজন মেহমান
শক্ত করে হাত ধরে তিন শ্লোকের জবাব  চান।
জবাব দিতে না পাড়িলে বড়ই করুন দশা
ভীষন বেজার হয়ে যাবে আমার নয়া নশা।।