তোর পর হয়ে যাওয়াতে করিনি এতটুকু আফসোস,
বাঁধ সাধিনি এতটুকু গড়িতে তোর ঘর,
হাসতে হাসতে ক করে  দিলি পর।
জোর করে প্রমত্তা পদ্মাও বাঁধা যায়,পদ্মকে নয়।
তাই আমার বৃন্ত হতে যখন তোকে ছিঁড়ে নিয়ে গেল
তখন কস্ট মনে চেপেছিল পাথর,
তবে জিগাংসা নয়।
কিন্ত আজ আমি হিংস্র, চরম হিংস্র
একটি মধুর আহ্বান হারানোর বেদনায়।
স্কুল শেষে দৌঁড়ে এসে গলা জড়িয়ে ধরে বলতো,
'ভাইয়া কিনে দাওনা ওটা আমায়।'
আজ অক্ষত আমার মানিব‌্যাগ, ঝরে না একটিও টাকা,
কিন্ত লাভতো দেখছিনে, থেমেতো গেল আমার চাকা।
তোর সুখের এতটুকু অন্তরায় হতে চাইনি আমি
তবে শুকিয়ে দিলি কেন আমার সুখের সরোবর?
কেন কেড়ে নিলি আমার স্পন্দন,গতি, আমার চরাচর?
তোদের লোভ ছিল অর্থে,
আমার ছিল একটি ডাকে,
ছোট চারটি বাহুর একটি আলিঙ্গনে,
একটু খুনসুটি কিংবা একটু দুস্টমিতে,
একটু ভ্রমন আর একটু বেড়ানোতে।
দু'হাজার পাঁচ-দু'হাজার তের, মধ্যম আটটি শাল
ওরাই উড়িয়েছিল আমার জীর্ণ নায়ে শান্তি-সুখের পাল।
ওরাই ছিল আমার মেঘলা আকশের এক মুষ্ঠি উজ্জল রোদ্র
চৌত্রের খড়তাপে বরষাস্নাত যেন একটুকরো ভাদ্র।
সে সুখতারা দু'টির স্থানচ্যুতি করে দিলি তুই?
আমিও রাখবনা, না না রাখব না তোর পায়ের নিচে
এতটুকু শান্তি সুখের ভূঁই।
কস্ট, বড় কস্ট আমার আঙিনায়।
সেই দুস্যি দুটি হারিয়ে গেল কোন অজানায়।
'ভাইযা' ডাক আর বাজে না আমার কর্নে
হারিয়ে গেল কোন অজানায়?
সেই কস্টের ঢেউ করছে আঘাত অহরহ মোর উড়ার ডানায়।
দুঃসহ্, বড় দুঃসহ সে কস্ট, সহা যায় না কিছুতেই
তাই মানবতা নেই, নেই একটুও আমাতে।
ফিরিয়ে দে আমার হৃদয়ের স্পন্দন,
ফিরিয়ে দে আমার সাদিয়া-ডলির 'ভাইয়া' ডাক
তানাহলে রাখব না, না না রাখব না, তোর আর ধ্বংসের মাঝে এতটুকু ফাঁক।।