প্রধানমন্ত্রীর পি.এস. বলে মোবাইলে হাঁক ছেড়ে,
‍"স্যার যাবেন দক্ষিণ বঙ্গ, আছিস তোরা কে রে!
জনা শ'য়েক গার্ড আর ত্রিশ খানা গাড়ী
প্রস্তুত রাখতে হবে কাল খুব তাড়াতাড়ি।"
এবার ফোন করে সে আই.জি. সাবের কাছে,
"ঢাকা থেকে বরিশাল যত মাইল আছে;
একশ গজে দুই জন রাস্তার দুই ধারে
থাকে যেন শ'দুয়েক পদ্মার দুই পারে।
মানুষ তো দূরের কথা বিড়াল,মুরগী,হাঁস
ভিড়তে যেন নাহি পারে রাস্তার দুই পাশ।"
নেতা যদি যায় কোন বাড়ীর পার্শ্ব পথে
খিড়কি এঁটে বাড়ীওয়ালা থাকে কোন মতে।
নেতার গাড়ী যাবে যখন শ'মাইল দূরে
দরজা খুলে বেরুতে হবে তার পরে।
আমার বাড়ী আমার ওঠোন আমার হাঁটা দায়
আমার নেতা যখন বাড়ীর পাশ দিয়ে যায়।
মনে বড় আশা ছিল দেখব নেতার মুখ
রোড গার্ডের ধমক খেয়ে হয়ে গেলাম চুপ'
"শালার বেটার সাহস দেখ, কত বড় বুক!
বলে কিনা দেখতে চায় প্রধান মন্ত্রীর মুখ।
মন্ত্রী, এম.পি. দেখতে হলে টি.ভি. কেন ঘরে
নয়ন ভরে দেখবে তখন রাত আটটার পরে।
যত পার দেখ তখন এখন বাপু সরো
কাওড়াকান্দি এসে গেছে করিও না জড়ো।
চাকুরি খানা যাবে আমার জুড়লে জনা ছয়
দয়া করে বাপ এবার ঘরে গিয়ে বয়।"
পুলিশ বেটার ধমক খেয়ে ঘরের ভেতর গিয়ে
স্বপ্নে দেখার আশে ঘুমাই বউ বাচ্চা নিয়ে।
এক দিনের কামলা মেরে যারে দিলাম ভোট
মুখ খানি দেখতে তাঁহার এত বড় চোট?
আমার ভোটে নেতা হয়ে আমায় করে ভয়!
মনের দুঃখ যায় না কওন বুকের ভেতর রয়।
হাজার খানিক থাকে যাদি নেতার আগে পিছে
মুখ খানি দেখা নেতার হয়ে যাবে মিছে।
বাঁশির কাশি,লাঠির বারি দেহে করে জ্বালা
সাধের নেতা দেখব পরে জীবন নিয়ে পালা।
নিরাপত্তার বহর দেখে মনে ধরে ভয়
নেতা দেখতে এসে নাকি জীবনটা হয় ক্ষয়?
আমার নেতা আমার পিতা আমায় দিবে ছায়া
এ জনমে পাব নাকি দেখতে তাঁহার কায়া?
প্রজা-নেতার মাঝখানেতে পুলিশ নামের বেড়া
নেতা কেমনে দেখবে প্রজার কাপুড় খানা ছেড়া?
কেমনে বুঝবে ক্ষুধার জ্বালায় প্রজার দেহখানি
তিন দিনে পায়নি মুঠো পিয়েছে শুধু পানি।
আবু বকর নেতা ছিলেন, ছিলেন ওমর, আলী
খড় প্রাসাদে থাকত তাঁরা পায়ের নিচে বালি।
অর্ধ জাহান করল শাসন দেহরক্ষি ছাড়া
রাত্রি বেলা কয়নি ওঠে, 'কে নাড়িল কাড়া?'
বর্বর জাতির মাঝে ঘুড়লো মরুময়
আজ আলোকিত সমাজ মাঝে কেন এত ভয়?
ডর ভয় থাকে যদি তোমার বুক মাঝ
তবে কেন পরতে গেলে জন নেতার সাজ?
মৃত্যু ভয়ে কাঁপে যদি বুকটা ধুরু ধুরু
নেতা হবার শখ কেন তোর? হবি ধর্ম গুরু।
দোয়া-কালাম,তাবিজ-কবজ, পানির বোতল ফুঁকে
কাঁচা পয়সা মুষ্ঠি ভরে রেখে দিবি বুকে।
বছর শেষে মুরিদ ভক্তে ওঠোন যাবে ভরে
আয়েশে কাটাবি দিন ধর্ম ব্যবসা করে।
মৎস চাষী হয়ে করবি বোয়াল মাছের ভয়!
তবে ব্যাটা পুকুর মেরে দোকান পেতে বয়।
আদা-রসুন, পেয়াজ-মরিচ বেচবি দাড়ি দাড়ি
সন্ধা বেলা কচ কচে নোট নিয়ে ফিরবি বাড়ী।
নেতা যদি হতে চাও বুকটা করো বড়
ঠুস ঠাস শব্দে যেন না কাঁপে থরো থরো।
মরন যদি হয় তোমার হোক জনহিতে
অযথা মৃত্যু ভয় কেন রাখ চিতে?
ইন্দিরা, রাজিব, মুজিব,বেনজির,গান্ধী, জিয়া
জীবন তাঁদের হয়নি রক্ষা সশস্ত্র গার্ড দিয়া।
জীবন তোমার করবে রক্ষা জীবন দাতা যিনি
আজরাইল তুমি রুখতে পারো গার্ড ফার্ড কিনি?
সময় যদি হয়গো তোমার ওপারেতে যাবার
তোমার রক্ষিই টিগার টিপে করে দিবে সাবার।
নেতা হতে হলে ঐ গার্ড ফার্ড ছাড়ো
ষোল কোটির ভালবাসায় শক্ত দেয়াল গড়ো।
তারাই তোমায় দেবে স্বস্তি, রাখবে নিরাপদ
জীবন দিয়ে রোধ করিবে পথের সব বিপদ।।