আমার ভায়রার মেয়ে নাম তার 'দিলু'
একদিন সকালে ওঠে বলে,"খালু;
তোমার সাথে আমাকে নিয়ে চলো ঢাকা
গার্মেন্টসে চাকুরি করে থাকব একা।
কিছু পয়সা দেখি যোগাড় করে
ফিরতে পারি নাকি নিজের ঘরে।
আজকাল যুগে বাপু পয়সা বিনে
কেমনে ঘরে আনি জামাই কিনে?"
দিলুকে নিয়ে এলাম ঢাকা রপ্তানি
একটা চাকরি ওর মিলবেই জানি।
চাকরি গার্মেন্টসে ঠিকই হলো ওর
মন থেকে কেটে গেল তমসার ঘোর।
দিন দশেক পরে দিলু এসে কয়,
"খালু দয়া করে আমাকে বাড়ি রেখে আয়।
বিয়ে যদি না হয় না হোক তবু
জেল খানার খাটুনি খাটব না কভু।
ভোর থেকে শুরু করে রাত দশটা তরি
আর পারি না বাবা যেন দম আটকে মরি।
এই ভাবে চললে আরো কিছুদিন
দেহটাকে নিতে হবে প্রাণ বিহীন।।