বিড়ি খাবি? খা, বাধা দেব ক্যান?
মরার আগে বুঝবি ঠ্যালা তিন চাকার ভ্যান।
স্ত্রী-কন্যা ঝাটবে যখন ময়লা ঝাটার মত
বূঝবি তখন বিড়ি খাওয়ার ভুল ছিল কত।
আল্লাহ তোকে দিয়েছে জীবন একটা সময় বেঁধে
রোগ বালাই ডেকে কেন মরন আনিস সেধে?
জীবনতো নয় শার্ট-প্যান্ট, বদল করার জিনিস
তবে কেন তা পোড়াতে ছাইপাস কিনিস?
জীবন যদি বার বার পেতিস তুই ফিরে
নতুন পাবার আশায় না হয় পুরনো দিতিস ছিঁড়ে।
জীবনতো একটাই, বড় সাধনার ধন
তার যতনে নেই কেন তোর এতটুকু মন?
জীবন হলো অমূল্য ধন, খোদার শ্রেষ্ঠ দান
পায়ে পায়ে করে গেলি তারই অসম্মান?
খোদার শ্রেষ্ঠ নেয়ামতে করলি অবহেলা?
আসলে তুই খোদাকেই করলি হেয় ম্যালা।
গাড়ি কিনিস বাড়ি কিনিস নিজের লাভের তরে
কোন লাভের আশে বিড়ি কিনে আনিস ঘরে?
তবে বিড়ি খাওয়ার একটা গুন, কাশির শব্দ শুনে
সিদেল চোর গৃহ ছেড়ে পালায় দূর বনে।।