সেদিন দেখলাম গাড়ীতে এ‌্যাড, ''যদি দুর্নীতি হয়,
দয়া করে কল করুন মোবাইলে এক শূন্য ছয়।"
মোবাইলে ফোন করে ডিজিট এক শূন্য আর ছয়
পাল্টা প্রশ্ন করে বলি, "কোথায় দুর্নীতি নয়?"
ওয়ান, টু, থ্রী, ফোর দুর্নীতিতে বাংলাদেশ
তবু খুঁজে পেতে তাহা তোমাদের এত ক্লেশ?
চোখে চশমা পড়ে যদি চশমা খোঁজো বারংবার
চশমা তোমার খোঁজাই হবে খুঁজে নাহি পাবে আর।
যদি অভিযোগ বাক্স রাখো যথা তথা ছড়িয়ে
দেখবে ঘন্টায় লক্ষ বাক্স দেবে পাবলিক ভরিয়ে।
ভূমি, বিদ‌্যুৎ, গ‌্যাস, কয়লা, রেল, নদী তথা
বাজার, সড়ক, শিক্ষা-দীক্ষা দুর্নীতি নেই কোথা?
দুর্নীতিবাজ চেনে সবাই যাদের আছে চোখ
চেনে না শুধু তারা যারা দ্বায়িত্বভার লোক।
পাগলে চিনে ছাগলে চিনে চিনে কুলের শিশুসব
দুর্নীতির প্রলেপ মাখা শর্ষে, কলাই, গম, যব।
বাংলার আকাশ-পাতাল, বন-বৃক্ষরাজি
শাখায় শাখায় ডালে পাতায় দুর্নীতিবাজ পাজি।
পানিতে দুর্নীতির গন্ধ, বাতাসেও পাই খুঁজে
রাত্রি বেলায়ও তাড়া করে ঘুমাই যখন চোখ বুজে।
গাড়ীতে দুর্নীতি দেখি, অফিসে হাজার হাজার
দুর্নীতি ব্যতিত হয় না দশ টাকার মুদি বাজার।
বোরখা বানাতে দিলাম সারে তিনশ টাকা গজ
গৃহে নিয়ে দেখি টেটন করছে শুধু খস খস।
বউয়ের কান্না দেখে বলি, "আবার দেব বানিয়ে
ঢাকা হতে নিজ হাতে আসল সূতি আনিয়ে।"
বাজার হতে আম আনিলাম হৃস্ট পিস্ট দেখে ভাই
মোড়ক খুলে পাই পঁচা সব, আমার বাছা আম নাই।
ক্লাস টু' তে পড়ে মাহিন বই কিনিতে গোটা ছয়
তের পাতার বইখানিতে মূল্য আটা 'একশ ছয়'।
বছর বছর সেশন ফি লাগে হাজার দুই তিন
কোচিং ফোচিং কেয়ার ফেয়ার আরো কত সূরের বীণ।
প্রাইমারি পার করাতেই খরচ হয় লক্ষ দুই
হাই স্কুল ডেঙাতে হয়তো হারাতে হবে ফসলি ভূঁই।
পড়া শেষে চাকুরি পেতে ঘুষ লাগিবে লাখ কুড়ি
পনের হাজার বেতন দিযে কেমনে ভরবে তার ভুরি?
দুর্নীতি দিয়ে ঘেরা আপাদ-মস্তক ছেলের গা
কেমন করে পরবে বল ন্যায়-নীতির উঠোনে তাহার পা?
দুর্নীতি দেখে সবাই দেখো নাতো তোমরা ভাই
আসলে ওসব দেখার স্বচ্ছ তোমার চক্ষু নাই।
আমি দেখি সকাল-সন্ধ্যা কম হলেও একশখান
অহরহ দুর্নীতিরা জামা ধরে মারছে টান।
জমি খারিজ করতে গিয়ে পাওনি তুমি তার ছোঁয়া?
পাসপোর্টখানি আনতে তোমার লাগেনি বছর সোয়া?
বিদ্যুৎ পেতে হাজার কুড়ি তাও বছর খানেক দৌঁড়ের পর
এক লাখ দিয়ে গ্যাসের চৌদ্দ মাসেও নেই খবর।
সরকারি চাকুরিখানা হলেও পিয়নগিরি
কারো দয়ায় হয় যদিওবা লাগবে লাখ কুড়ি।
সরকারি হাসপাতালে ফেলো যদি তোমার পা
দুর্নীতির ধাক্কা খেয়ে নুঁইয়ে পরবে তোমার গা।
বন বিভাগে ঢুকেই তুমি দেখবে চোখের পলকে
হাজারটা চোরের নাম একটি গাছের ফালকে।
আল্লাহুর অমূল্য দান মাটির নিচে তরল গ্যাস
দুর্নীতিবাজ চেটে পুটে চৌদ্দ আনি করল শ্যাষ।
একটি বিদ্যুৎ খুঁটির গায়ে পাবে শত চোরের নাম
অযথা চোর খুঁজিয়া মিছে ঝড়াও দেহের ঘাম।
রাস্তার একটি ইট তুলিয়া করো যদি তাহার মাপ
কঠিন দেহের মাঝেও পাবে দুর্নীতির কালো ছাপ।
লাল সবুজের নিশান এঁটে হচ্ছে বিমান আকাশ পার
দুর্নীতির ভয়াল থাবায় ডানা ভেঙে পড়ছে তার।
ঢাকা, আমিন, আদমজি শত শত জুট মিল
লোহা লংকরের অকশন আজ দুর্নীতির খেয়ে কিল।
বি.আই.ডব্লিউ, বি.আর.টি.সি, রেল, বিমানের যত পথ
সবখানেতেই পাবে খোঁজে দুর্নীতির কালো ক্ষত।
ওসি, ডিসি, সচিব, শিক্ষক পরে তারা ভদ্র সাজ
সরকারি চেয়ারে বসে করছে যত কালো কাজ।
পুলিশের অঙ্গে কালি শোভা ছিল সেনাতে
তারাও আজ গড়েছে হাট চাকুরি বেচা কেনাতে।
মাতৃগর্ভ-মাটিরগর্ভ মাঝখানেতে যতক্ষণ
পদে পদে পায় বাঙালী দুর্নীতির আস্বাধন।
পদ্মা সেতু একটা কেন গড়া যেত চার খানা
ভেঙে যদি দিতে পারতে 'দুর্নীতি' নামক শকুনের ডানা।
এই শকুন সংখ্যায় কোটি যাবে ছাড়িয়ে
তবু তোমরা খুঁজে পাও না সারা বাংলা মাড়িয়ে।
খোঁজার মত খুঁজে দেখো চোখ বন্ধ করিয়া
দেখবে শকুন ঘরের পাশেই ডোবা নালা ভরিয়া।
শকুন তোমার সাথেই চলে শকুন তোমার সাথে খায়
মর্নিং ওয়াক করছে সাথে ভোর বেলাতে রমনায়।
মুখোশ খানি পরে থাকে দেখতে পাওনা আসল মুখ
মুখোশ খুলে দেখো যদি আতকে উঠবে তোমার বুক।
দুর্নীতি রুখতে গিয়ে দেখবে তোমার পা দুটি
আলগা করে চেপে আছে বিষক্ত সাপের টুটি।
দুর্নীতির শক্তি বেশি দমনের শক্তি কম
দমন করতে গিয়ে দেখবে সমুখে খাড়া তোমার যম।
তাই বলি কাজ নেই  এ্যাড ফ্যাড দিয়ে ভাই
শান্তি পেতে হলে খোঁজো শর্ষে তেলের বিকল্প নাই।
খানিক নাকে মুখে মেখে ঘুমাও জানালা খুলিয়া
বাংলাদেশের সেথায় তথায় দুর্নীতির খোঁজ ভুলিয়া।।