হরতাল হরতাল দিতে হবে হরতাল
ঘরে যদি না ও থাক একমুঠো চাল ডাল
তবুও দিতে হবে হরতাল হরতাল।
যদি বাজে বাজুক ভাই দেশের বারটা
আমার তো আছে ঘরে ঘিয়ে ভাজা পারাটা,
খেতে না পেয়ে বলো মরে কে আজকাল
তবে দিতে ভয় কেন তোমাদের হরতাল?
রিক্সা, ভ্যান গাড়ী তালা মেরে রাখবে
লাগাতার হরতাল যতদিন থাকবে,
যদি না মানো তবে যাবে হাসপাতাল
হরতাল হরতাল তাই দাও হরতাল।
বিপণী বিতান সব রাখো তালা মেরে
নয়তো ছেলেরা মোর নেবে সব কেড়ে,
বন্ধ রাখো যত কল মিল চাতাল
হরতাল হরতাল চাই শুধু হরতাল।
পাঁচ বছর যদি থাকে সরকারি দলটা
ফুরিয়ে যাবে যে আমার কালটা,
শরীরটা ভাল নেই পেরিয়ে ষাট সাল
তাই দিতে হবে ভাই একটু হরতাল।
হেলিকপ্টার চড়ে উপরে উড়তে
বুড়ো মনটা চায় একটু ঘুড়তে,
পাঁচ বছর পরে যদি না পাই সে কাল
তাইতো দিতে চাই একটু হরতাল।


                  * *  *
আহাম্মক আর পাঠাতে ভরা এই দেশটা
ধ্বংস করে দেশ টেনে ধরে দলটা।,
গাছ কেটে চেপে ধরে কাটা গাছের আগডাল
তাইতো বলির পাঠায় চিৎকারে গলা ফাটায়,
" হরতাল, হরতাল, হরতাল, হরতাল।।                 (সাক্ষেপিত)



রচনাকাল: যখন হরতালে উত্তাল ও নাকাল থাকত পুরো বাংলাদেশ।