মস্তবড় হাতীর পিঠে মাহুত অতিকায়
ডানে বামে সামনে চলায় তার দুটি পায়।
পদাঙ্গুলিল নির্দেশনায় হস্তী উঠে বসে
মানতে আজ্ঞা হলে অবজ্ঞা রশির বারি কষে।
সারা দিন কষ্ট করে উপর ওয়ালার লাগি
মস্ত বড় কাঠের গুড়ি তুলে রাত্রি জাগি।
এত কষ্টের পরেও মাহুতের মন নাহি পায়
সারা দিন উপোষ থেকে রাত্রি বেলা খায়।
একটি মুটে কলাগাছ তাও নাহি জুটে
এমন করে জীবন খানি চলে নাতো মোটে।
আঙ্গাবহ হস্তী তোমার এ ভরসা বলে
বেত্রাঘাতে কাঁদাও তাহায় কেবল অশ্রুজলে।
কিন্ত ভেবেছো কি বসে একটু নির। নিরালয়
হস্তী তোমার ক্ষেপে গেলে কি হবে উপায়?
স্ট্রিম রোলার বন্ধ করো ওগো মাহুত ভাই
হস্তী ভাষা বুঝি আমি সময় বেশি নাই।
পিঠখানি তার ঠেকে যদি দেওয়াল খানির গায়ে
পারবে না বাঁচাতে জীবন ধরে হাতির পায়ে।
সূরে পেঁচিয়ে দেহ তোমার পিস্টদেশে তুলে
একটি আছাড় মারবে সেদিন ভূত্য-মুনীব ভূলে।।