আমি বাংলাদেশী
          কথা বলি বেশি
                   কাজ করি কম,
কথা ফুরায়না মুখে
          যদিও ফুরায় বুকে
                   কথা বলিবার দম।
কথা বলি পথে ঘাটে
          কথা বলি হাঁটে মাঠে
                   কথা বলি ঘুমেরও ঘোরে,
সিদ কাঁটিয়া পরে
          ঢুকিয়া আমার ঘরে
                   কথা শুনে পালায় চোরে।
কথায় ফাটাই মাইক
          কথা বলে চালাই বাইক
                   না দেখিয়া সামনে পিছে,
মরন বাঁধিব বুকে
          কথা লইয়া মুখে
                   কথা ছাড়া জীবন মিছে।
কথা বলে গান গাই
            কথা বলে চা খাই
                   কথা বলি চুমুকের মাঝে,
ঠোট পুড়ে গেল বেঁকে
            রেগে বলি দোকানিকে,
              "চা-টা তোর একেবারে বাজে"।
কথা বলে কাজ করি
            হাজারটা ভুল করি
                   বসের খেতে হয় বকা,
তবুও বলতে হয়
            বক বক করতে হয়
                   কথা কভু যায় নাতো রোখা।
ভিনদেশে যাই যদি
            পার হয়ে তের নদী
                   কি করে চিনিবে আমায়?
'বাঙালী' লেখা নাই
            পকেটেতে টাকা নাই
                   চিনে নিবে মুখের কথায়।
শুনিয়া আমার কথা
            কানে যদি ভারে ব্যাথা
                    ভিনদেশি কথার কাঙালী,
যদিও পকেট খালি
            জামাখানা তের তালি
                     কথায় শ্রেষ্ঠ বাঙালী।।