অনেকটা বছর চিনতে পারিনি তোমায়
চিনেছি বহুদিন পরে,
মানবতার পানসি নৌকায় চড়ে,
ক্ষমিও পিতা আমায়।
'মুসলিম লীগ' বলয়ে আমার বেড়ে ওঠা
তাই তোমাকে চিনতে দেয়ানি ওরা, আমার আপন জনেরা।
কিন্তু তোমার চেয়ে বেশি ভালবাসতে পেরেছিল কি ওরা ঐ দলটাকে?
'মুসলিম লীগ' তোমার চেয়ে আপন আর কার ছিল?
এই দলটিকে ভালবেসেই তুমি করেছিলে শেরে-বাংলার ডাক উপেক্ষা,
করেছিলে সহস্র মাইল দূরের গুরুর অনুসরণ।
কিন্তু দেশ ও জাতির চেয়ে যে দল বড় নয়
পুরো বিশ্ব যদি সে দলের হয় তবুও নয়।
তাইতো ছিঁড়ে ছিলে বাঁধন করিয়া ছেদন
গড়েছিলে নতুন গৃহ 'আওয়ামী লীগ'।
কিন্তু আমার স্বজনেরা তা বুঝতে চায়নি।
তাঁরা যে দাড়ি,টুপি কিংবা চাঁদ-তারা অঙ্কিত নিশানের বড় ভক্ত,
এ যে রসূলের সুন্নত!
কিন্তু আমার নবীর সৃষ্টিই যে মানবতার জন্যে,
ধর্মের জন্যে নয়,
তা ওরা বুঝেনি, বুঝতে চায়নি তোমায়,
তাই ক্ষমিও আমায়,
পিতা, চিনতে পারিনি তোমায়।
ওরা বুঝেছিল আলিফ, বে, তে-তে ভালবাসা মানেই খোদা প্রেম,
মানব প্রেম ব্যতিরেকে খোদা প্রেম, নবী প্রেম যে হয় না
তা ওরা বুঝেনি, বুঝতে চায়নি।
'মানব' আর 'মুসলিম'-
এ দুয়ের বিশালত্ব মাপবার নিত্তি যে ওদের নেই।
আল্লাহ-রসূল, কোরআন-হাদিস কেবল মুসলমানের,
এ বুঝ থেকে ওরা সরে আসতে পারেনি।
কিন্তু এ চার যে বিশ্ব মানবতার, মুসলমানের একার নয়
তা ওরা বুঝতে চায়নি, বুঝেনি।
কারণ, ওরা যে পীরের বাণী শুনে নবীর বাণী নয়।
আমি যে ওদেরই সন্তান,
তাই চিনতে পারিনি তোমায়।
ক্ষমিও আমায়, পিতা ক্ষমিও আমায়।।