তুমি নদীর তীর ধরে হাঁটবে যদি
হয়তোবা কিছু তোমায় দেবে নদী,
স্নিগ্ধ শোভা আর নির্মল বাতাস
মাথার উপর পাবে সুনীল আকাশ।
কাঁশ ফুলেদের পাবে কোমল ছোঁয়া
শঙ্খচিল শালিকেরা করবে দোয়া।
যদি কাটাও সময় অরণ্য দেখে
প্রকৃতি দেবে তোমায় কবিতা লেখে।
ঘুঘুদের 'কুহু' ডাক শুনলে হৃদয়
তব দুঃখ গুলো নেবে আপনি বিদায়।
শিমুল,পলাশ আর কৃস্নচূড়ে
ভালবেসে দেবে তব নয়ন ভরে।
কিংবা দাঁড়াও যদি সাগর তীরে
বড় হতে শিখবে হাজার ভিড়ে।
মন হতে কৃচ্ছতা ধূয়ে দিয়ে
ফিরবে গৃহে বিশালত্ব নিয়ে।
পাহাড়ের ঝর্ণা শিখাবে জানি
'পেয়ে নয় দিয়ে সুখ নিতে হয় টানি'।
তাই যদি বসো গিয়ে ঝর্ণা পাশে
কিছু তো পাবে তুমি হৃদ ক্যাম্পাসে।
সাবধান! সাবধান!! সাবধান!!!
কেবল নারীর প্রেমে দিও না সময়
পাপ ব্যতে সে কিছু দিবে না তোমায়।।