দেহ আছে মন নাই মন গেছে ওপারে
ডাক দিয়ে বলি, ‍‌''মন নিয়ে আয় ধোপারে।
মনটাকে ধরে এনে কেচে কর সাদা যে
চারদিকে লেগে আছে ছোপ ছোপ কাদা যে।"
কোটি কোটি মন পাবে সাদা মন কয়টা?
নয় লাখ ঘাটলেও পাবেনাতো নয়টা।
ছাত্রের মনে কাদা পড়া ফাঁকি দেয় সে
স্যারেরও আছে কিছু বেশি টাকা নেয় সে।
মন্ত্রীর মনে কাদা পাবে দেখ খুঁজলে
মুন্সীর মনে যে নেই কি করে তা বুঝলে?
পীরের কালো মন মুরিদ খুঁজে পায় না
মুরিদের কানে সে মনের কথা কয় না।
মুখে বলে, ''এক সাথে জপো সবে 'আল্লাহ্'
(মনে কহে) ''বস্তায় ভরে এনো গুনে দশ পাল্লা।''
সাদা জামা পরে থাকে কালো মনের ডাক্তার
রোগী রোগা ভাগে পেলে হুস নাহি থাকে তার।
এই সেই টেস্ট দিয়ে বাজায় রোগীর বারটা
কিডনি বেচে দেয় গোপনে কারটা।
কালো জামা পরে থাকে সাদা সাদা উকিলে
আদালতে কয় কথা ডাকে যেন কোকিলে।
দশ কাঠা পেতে জমি দশ বিঘা খুঁইয়ে
বছরান্তে পড়ে সে একেবারে নুইয়ে।
বিপদে পড়ে কেউ আসে যদি থানাতে
একটি কথা তাকে ভুলনাকো জানাতে,
'বাঘে ছুঁলে এক ঘা পুলিশে (ছুঁলে) তের খান'
চাইতে এসে 'হেল্প' জীবনটা টান টান।
চুরি যাওয়া এক লাখ ফেরত পাবার আশাতে
চলে গেল দশ লাখ পুলিশের বাসাতে।
শুধু কালো মন নয় কালো বড় পেট তার
যত দেয় তত খায় কিছুতে ভরে না আর।
সাদা মন নিয়ে চলে পশু আর পাখিরা
ভেজাল মনদারি আর যত বাকিরা।
বড় কথা লিখছি আমি ছোট কলম দিয়ে আজ
সাদা দেহের মাঝে কালো মনের নিয়ে সাজ।
সাদা মন খুঁজতে যাবে তুমি কোন দেশ
সব খানেই পাবে তুমি কালো মনের সাদা বেশ।
চোখ বুজে মনে খোঁজো সাদা মন আছে কার
দেখবে ভূবন জুড়ে কালো আর আন্দার।
তবু একটা সাদা মন খুঁজে যদি পাও ভাই
নিয়ে এসো দেব তোমায় যত চাবে দাম তাই।
চুমিয়ে ধুয়ে দেব চরনের ধূলো তার
নিয়ে এসো জলদি সাদা মন আছে যার।।