"সময় তুমি একটু দাঁড়াও
          থামাও তোমার চাকা
আমার মাথার চুলগুলো সব
          হয়ে গেল পাকা।
চুল পাকার যে কত জ্বালা
          যার পাকে সে জানে।
উচ্ছ্বাস উদ্যম সবই শেষ
          সুখ থাকে না মনে।
কালো চুলের কি যে শোভা
          জানে সর্বজন
প্রেম পশরার ঢালা নিয়ে
          আসে কত জন।
তোমার সাথে চুল পাকার
          বড় বেশি ভাব
তুমি থেমে গেলে তাই
         সব যন্ত্রনার মাফ।
সোনার নুপুর গড়ে দেব
         তোমার দু'টি পায়।
এবার একটু বিশ্রাম নাও
         আমার পানসি নায়।"
"আমার শুধু চলার নিয়ম
          থামতে জানি না।
ক্লেশ-ক্লান্ত,জড়া-মৃত্যু
          আমার বেলায় না।
কাল পেকেছে তোমার বাবার
         আজকে তোমার মাথা।
আগামীকাল তোমার ছেলের
          এ যে একই সুতোয় গাথা।
চুল পাকা নয় এ যে তোমার
          কঠিন এক নিউজ
অল্প সময় পরেই তোমার
       ভাল্বটি হবে ফিউজ।
ঔষধ একটি আছে শুধু
         যপো তাঁহার নাম
তবেই যদি পূর্ণ হয়
          তোমার মনোস্কাম"।।