টাকার গন্ধ অতি মন্দ ভব নষ্টের মূল
টাকার জন্যে মানুষ হারায় বংশ, জাতি, কূল।
টাকার লোভে পিতার বুকে পুত্র চালায় ছুঁড়ি
পিতা খুন করে পুত্র পেলে লাখ কুড়ি।
টাকার লোভে নারী তাহার স্বামী-সংসার রেখে
ভিন পুরুষের হাত ধরে চলে পথ বেঁকে।
সন্তান আমার শিক্ষিত হয় দেশ সেবার তরে
টাকার গন্ধে চোর হয়ে যায় চাকুরি পাবার পরে।
বাম পাশেতে অর্থ আমার ডান পাশে মরণ
অর্থ থলি গৃহে দিয়ে করব মরণ বরন।
কুকুর,শকুর,বলদ,বেড়াল পশু করলে জড়ো
টাকার লোভী 'মানুষ' পশু দেখবে তাদের বড়।
টাকার লোভে স্ত্রীকে বানিয়ে ছোট বোন
বোনের টাকা নিজের নামে করে কালেকশন।
টাকার গন্ধে বড় নেশা দিশা থাকে না
ভাইকে ভাই খুন করিতে দ্বিধা রাখে না।
দাও যদি লাখ টাকা মাংস কেটে পরে
অমূল্য কিডনি জোড়া দেবো তোমার ঘরে।
আরো কিছু বেশি দিলে দেবো হৃদয় চিঁড়ে
টাকা পেলে জীবন গেলে দুঃখ আবার কিরে?
সর্প যদি কামড়ে ধরে হাজার টাকার নোট
মানুষ জাতি ভয় করি না ধরতে তাহার ঠোঁট।
কামুড় খেলে বিষ নামাবো ওযা পাবে দুই
বাকি আটশ গৃহে নিয়ে বউয়ের কাছে থুই।
টাকার লোভে উকিল বেটা হাজারটা কয় মিছে
একই লোভে পুলিশ হাঁটে খুনি আসামির পিছে।
কথা ছিল ধরবে খুনি পুরবে লাল দালান
টাকা খেয়ে খুনির কানে তথ্য করে চালান,
" সাবধানে থেকো বন্ধু মাস পাঁচ ছয়
গরম খবর নরম হলে পরে কিসের ভয়?"
তৈল, তরকারি কিনতে হলে টাকার দরকার ভাই
প্রেম-ভালবাসা! সেও টাকা ছাড়া নাই।
চাকুরি খুঁজো বছর বছর জুতা করে ক্ষয়
টাকা দিলে যখন তখন চাকুরি পাওয়া যায়।
সতী-সাধ্যি নারী যদি ধরে তোমার মনে
বিছানাতে পেতে পারো কেবল টাকার গুনে।
শ'য়ে যদি কাজ না হয় হবে হাজার দিলে
হাজারে না হলে বাজার লাখে দিবে মেলে।
টাকার অসাধ্য বলে আছে বলো কি?
টাকার জোরে রাজরানী হয়ে ওঠে ঝি।
কোটি টাকা পায় যদি ভাগ্য গুনে শালিক
শকুন উড়ে পিছে পিছে ডাকবে 'মালিক' 'মালিক'।
জীবন যাহার কেটেছে কাল জন রাখালের কাজে
টাকার জোরে আজকে সে 'আমির' 'চৌধুরী' সাজে।
জীবন দিয়ে ভালবেসে ছিলাম আমি যারে
টাকার জোরে অন্য পুরুষ নিয়ে গেল তারে।
গৃহে এসে বলেছিল, "তুমিই আমার সব,
তোমার চেযে দামি জানিও উপরে ঐ রব।
জান প্রাণ সব সপিলাম তোমার চরণ তলে
নয়ন আমার ভাসাইওনা দুঃখের অশ্রু জলে।
গাছ তলাতেও রাখো যদি থেকো আমার পাশে
মোটা কাপড় দিও দুটো পারলে বার মাসে।
দুই বেলা দুই মুঠো পান্তা পানি পেলে
আমার মত সুখী বলো এই জগতে মিলে?"
টাকার গন্ধে সেই অন্ধে ধরলো অন্যের হাত
বিরিয়ানির নিচে চাপা পড়ল পান্তা ভাত।
টাকার গন্ধ চোরের নাকে পীরের নাকেও তাই
হাজার দিলে বড় খুশী শ'দিলে 'ফু' নাই।
হাজার দিলে পুরো দোয়া, পাঁচশ দিলে আধে
শ' দিলে আনি দোয়া পড়ে মুরিদ কাঁধে।
বন্ধু যদি চিনতে চাও টাকা দিও ধার
ফেরৎ পাবার বেলায় দেখা মিলবে নাহি আর।
একটি কাগজ টুকরো আর একটি টাকার নোট
নবজাতকের হাতে দিয়ে চাও যদি তার ভোট,
দেখবে কাগজ টুকরো ছুঁড়ে ফেলে শক্ত মুষ্ঠি করে
যতন করে রেখেছে সে টাকার নোটটি ধরে।
অতি আজব চিজ এই মানব সৃস্ট টাকা
সকাল বেলা আমেরিকাতে দুপুর বেলা ঢাকা।
বিকেল বেলা সাহারাতে লুটোপুটি খায়
রাত্রি বেলা সাইবেরিয়ার হিমে গা জুড়ায়।
চাকা নেই পাখা নেই তবু বিশ্ব ঘুরে
আকাশ মাটি টাকার কাছে নয়কো বেশি দূরে।
চাইতে গেলে দেয় না ধরা আবার আপন মনে
বস্তা ভরে হাজির হয় কারো গৃহ কোণে।
কাউকে করে রাজাধিরাজ কাউকে দ্বীন হীন
কারো চোখে অশ্রু ঝরায় কাউকে শোনায় বীণ।
কাউকে পরায় সোনার মুকুট, কারো মাথায় ফেলে বাজ
বহুরুপে রুপি টাকা নেই কো শরম লাজ।
দয়ামায়া নেই কো টাকার বিন্দুমাত্র ভাই
ধরা কভু দিবে নাতো যতই তারে চাই।
দেখবে তাকে অহরহ ধরতে গেলে বটে
হাসপাতালে যেতে হবে শক্ত মারের চোটে।
মানব বুকে ছোট্ট বাসায় ভাঁজ হয়ে সে রয়
অন্য হাতে ছুঁতে গেলেই জীবন নাশের ভয়।