গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব গোপালগঞ্জের কৃতি সন্তান জনাব সিরাজুল হক খাঁন সাহেবের স্মরণে-


তুমি গ্রাম্য পাঠশালা জয়নগর হাই স্কুলের কৃতি ছাত্র,
তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র।
তুমি অজপাড়া গায়ের ডানপিটে কিশোর যোগ্যতার অনুপম স্বাক্ষর,
তুমি বাংলাদেশের প্রথিতযশা সচিব চিরভাস্বর।


তুমি কলমির গন্ধভরা পুকুরে ভেসে ভেসে সাঁতার কাটিতে
তুমি বর্ষায় মাঠখেত পার হয়ে  ভেলায়  ভাসিতে।
হে দুরন্ত কিশোর সিরাজুল হক খান,
তুমি বিলের ভেজা গোপালগঞ্জের কৃতি সন্তান।


এখনো সন্ধ্যার বাতাসে  গ্রামের মুরুব্বিরা তোমার গল্প শোনায়,
আহা!অন্ধকার ব্যাসপুর আলোকিত হল তোমার কৃপায়।
রাতের আঁধারে উঠোনের ঘাস গুলো যদিও ফর্সা দেখায়,
তবুও মুড়ি আর খইয়ে ধান ভাজা শব্দ এখনো শোনা যায়।


এখনো গ্রামে এলে হেঁটে হেঁটে ধুলোর পরশ নাও,
এখনো বারবার খেটে খাওয়া মানুষের সঙ্গে মিলেমিশে যাও।
মৃত্যু আত্মিয়ের প্রতি চরম  মমতা তোমার কাছে,
তোমাকে দেখলে নতুন স্পন্দন  জাগে সমাজে।


তুমি সহজ, মহৎ তোমার অন্তঃকরণ মোমের মতন,
তোমার শ্রম সমস্ত কল্পনা,মৃত্তিকা,মানুষ আর আত্মীয়-স্বজন।
এখনো তোমার হৃদ্রতা ফুলের মতো, গ্রাম্য পিঠাপুলির ধুম।
পাড়াগাঁয়ের জোসনা তুমি মানুষের প্রত্যাশা,  প্রশান্তির ঘুম।