যাও এবং ধরো একটি বৃক্ষ,
যার মূলে রয়েছে কালেমা  তাইয়্যেবা।
যা স্পর্শ করলে, ঠোঁটে উচ্চারিত হলে,
অদ্ভুতভাবে শ্রবণ শক্তি বৃদ্ধি পায়।


অনেক দূর আলোকবর্ষ থেকেও শব্দ শোনা যায়,
বৃক্ষটির ছায়া সুনিবিড়, আসমান জমিন ব্যাপী।  
এখানে আশ্রয় নিলে দৃষ্টিশক্তির আবরণ খুলে যায়,
আর অন্তঃকরণে  ওহীর নুর ভেসে ভেসে আসে ।


একবার বৃক্ষের ছায়াতলে আশ্রয় নিয়ে দেখো,
তোমার চোখ পরিতৃপ্ত হবে।
ক্রমাগত আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে,
বৃক্ষের পাতা, ফুল ও ফল ছুঁতে।


যত ভারিই হোক বেদনার যন্ত্রণা,
যত হালকাই হোক ধার্মিকদের চোখের জল,
এই বৃক্ষের মূলে  তা সমানুপাতে ঢালো,
তখন দেখবে মুখমন্ডল সতেজ হয়ে উঠছে।


সব সম্মান, খ্যাতি, সৌন্দর্য ও প্রজ্ঞার অধিকারীরা,
আর সেখানে আলোকিত আত্মারা সমবেত হয়।
যদি তোমার মধ্যে অদ্ভুত দৃষ্টিশক্তি থাকে
হাজার বছরের কসম, তাহলে তুমি সে বৃক্ষের সন্ধান পাবে।