কি যেন অস্থির ভাব প্রকাশ পায়
তোমার মনের ভিতরে ।
রাত্রি যখন গভীর হয়
ঝি ঝি পোকা ডাকে,  
এ যেন মর্মবেদনার করুণ আর্তনাদ।
তবুও ঘুম নেই তোমার চোখে।
ছাড়িয়ে দাঁড়িয়ে কাটাও রজনী জানালা,
মেঘনা যমুনা সুরমার সর্বনাশী গ্রাসে
ভাসিয়ে নিয়ে যেতে চাইছে কি হৃদয়ের জমিন?  
দুঃখের কবিতা লিখে কাটাতে চাও কি   সময়।
নাকি অনুতাপ আগুনে গলছে মন ?
কি যেন ভাবছো গভীর ভাবে
হয়তো-বা বুলবুল কোথায় যাবে উড়ে।
নিরুপায় নিরুদ্দেশ।
ভবো ঘুরে মনে কি করে দিবে লাগাম,
নেই তো আলো সবই আলেয়া।
ভাবছে নিরুপায় হয়ে, যাত্রা যে নিরুদ্দেশ।