আষাঢ়ে  কদম কেয়া ফোটে
ঝরে যায় পাপড়ি আজানা ব্যাথায়।
কত পাখির মিষ্ট সুর শুধু বাংলা বলে
প্রাণের পাশে বসে।


কত স্মৃতি  বুক বিদীর্ণ প্রাণ
খুঁজে পেয়ে সান্ত্বনা,
নিরব ব্যাথায় ছবি এঁকে
ভুলে থাকে বেদনা।


কত বসন্তে প্রেম এলো আর গেলো
কত মেঠো পথ শুধু স্মৃতি টানে,
কত বাশির  সুর শুধু হৃদয়ে গাঁথা।


যেখানে  মোর হৃদয় ছোয়া,
অভিমানী খোপায়
ভুলে শত অভিমান।