শরৎ
মোঃ মাহ্দী হাসান।


শরৎ এলো,বর্ষার শেষে
অপরুপ এই বাংলাদেশে।
রুপের রাণী শরৎকাল,
শাপলা ভরা নদী - খাল।
ভোরবেলা শিউলি ফোটে,
তার সুবাসে ভোমর ছোটে।
পূর্ব আকাশে লাল সূর্য ওঠে,
চাষিরা সব ক্ষেতে ছোটো।


সবুজ ঘাসে বিন্দু -বিন্দু জল,
সোনালী রোদে করে ঝলমল।
নীল আকাশে সাদা মেঘের ভেলা,
যখন -তখন রোদ-বৃষ্টির খেলা।
নদীর তীরে কাশফুল বাতাসে করে খেলা,
বিকেল বেলা প্রজাপতির বসে রঙের মেলা।
রাতে জোনাকিরা আলো ছড়ায়।
ফুলের সুবাসে দেখে মন যে হারায়।