ছাত্রসমাজ ঘামতে জানে, পুড়তে জানে রোদে,
ধার ধারে না- সুশীল মানুষ, আঘাত হানে বোধে।
এই সমাজের রক্ত গরম- টগবগিয়ে ছোটে,
আঁধার কেটে তাঁর কারণেই, আলোর প্রভাত ফোটে।


অগ্নিমুঠো, এই কচিহাত- কে ঠেকাবে তারে!
এই সমাজের ভ্রান্ত নিয়ম, পাল্টে দিতে পারে।
রক্তচক্ষু ভয় করে না, আইন হাতে নেয় তুলে
পিঠ দেয়ালে, ঠেকলে তাদের, মাংসপেশি ফুলে।


দ্রোহের আগুন উঠলে জ্বলে, তারা কী আর মানে!
বুক চেতিয়ে, বিপ্লবীরা- রক্ত দিতে জানে।
ছাত্রসমাজ বুক পেতে দেয়, ভিত দিয়ে দেয় নাড়া
আঙুল দিয়ে, দেয় শিখিয়ে, ধারা-উপধারা।


বায়ান্ন সাল, ভাষার জন্য বুক পেতেছে কারা!
জালিমশাহীর ভিতটাকে ভাই, কে দিয়েছে নাড়া!
ইতিহাসের সোনার পাতায়, রইবে কেবল জমা,
ওরে সবুজ, জং ধরাদের- করিসনে আর ক্ষমা।


বোধের অভাব- বুদ্ধিজীবী, শূন্য দেশের ঝোলা,
বুদ্ধি বেচে, দেশত্ববোধ- দেয় না মনে দোলা।
মীর জাফরের মুখোশ পরে- আমরা সবাই বসে,
আগুনমুখো ফাগুন এসে, চড় দিয়ে দাও কষে।