আল কুরআন


মোঃ মেহেদী হাসান


মা তুমি আমার হাতে দাও পবিত্র আল কুরআন তুলে, পবিত্র আল কুরআন পড়বো আমি সকাল দুপুর রাতে।
পবিত্র আল কুরআন পরে আমি হবো হাফেজ,
সাহেব দিন রাত করবো আমি সবার জন্য দুয়া।
কোন মানুষ মৃত হলে পবিত্র আল কুরআন,
পড়বো আমি তার খাটিয়ার পাশে বসে।
আমি তার জানার নামাজ পড়াবো চার তাকবীর এর শহিদ,
তার গুনার জন্য মাপ চাবো আল্লাহর নিকট দুই হাত তুলে।
রমজানের রোজা আসলে মাগো মাথা টুপি সাধা পাগড়ি সাধা,
জামা ও পায়জামা পরে পরাবো আমি তারাবি নামাজ।
আমি যদি মৃত হই মাগো কবরে আমার দেহ পচবে না এবং আমি হবো জান্নাতি ও,
আমি পাবো কাল হাসরের দিন দশ জন ব্যাক্তির জন্য শুফারিশ করার শুজক।