শিশুর দাবি
মোঃ মেহেদী হাসান
আমি শিশু বিদ্যা অর্জন করতে যাব
আমি ইস্কুল ও মাদ্রাসা।
লেখা পড়া করে আমি হবো শু শিক্ষিত
নাগরিক মা-বাবার জন্য হবো গৌরবের পাত্র।
নতুন বছরের নতুন বইয়ের শু ঘ্রাণে মুগ্ধ আমি
বইয়ের পৃষ্ঠা গুলো এপিঠ ওপিঠ করে লারছি।
শিক্ষা গুরুজন আমার মা- বাবার সমান তাঁরা অতি স্নেহ করে আমাদের লেখা পরা শিখান।
শিক্ষক গন আমাদের জাতির কাছে মহা গৌরবের পাত্র মান ও মর্যাদা তাঁরা সবার সেরা ।
আমি শিশু আমি চাই আমাদের শিক্ষক গন তাদের নেজ্য  পাওনা পাউক অল্প কিছু বেতন ভুক্ত শিক্ষক গন।
তাই দিয়ে কি তাদের মৌলিক চাহিদা পূরণ হয় পরিবারের সদাশ্য নিয়ে কতো কষ্ট করে দিন পার করে।
বৃদ্ধা বয়সে এসে তাঁরা হয় খুব অসহায় অসুস্থ হলে চিকিৎসা করতে থাকে না পকেটে টাকাকড়ি।
পরিবারের সদাশ্য এর কছে শিক্ষা গুরু জন অবহেলার পাত্র
তাই বলি কি তোমরা  আমাদের শিক্ষকদের নেজ্য অধিকার দেও।
শিক্ষক গন এর বেশি টাকা ওপয়সা দিয়ে বেতন দাও অসুস্থ হলে চিকিৎসা করার খরচ দাও চালার জন্য গাড়ি ও বাড়ি দাও।