এসো হে কাজী নজরুল ইসলাম


মোঃমেহেদী হাসান


এসো হে কাজী নজরুল ইসলাম এসো কবর থেকে উঠে,


এসো তোমাকে এই বাংলার মাটিতে বিশেষ প্রয়োজন।


এই বাংলার মাটিতে যতো নবীন এবং প্রবীণ কবিগণ আছে


তাদের সকলের একজন ভালো শিক্ষক দরকার।


যিনি শেখাবেন মাত্রা, কবিতা লেখার নিয়ম, ছন্দ, কবিতা লেখার নিয়ম,  গদ্য কবিতা লেখার নিয়ম।


আরও কতো কিছু! কীভাবে বাঁশি বাজাতে হয়,


কীভাবে সুর ধরে গান গাইতে হয়, কবিতা আবৃত্তি করতে হয়।


এই সব নিয়ম কানুন বাংলার মাটির নবীন ও প্রবীণ কবিদের বিভাগ জানা নেই,


তাই তোমাকে বিশেষ প্রয়োজন।


বাংলার মাটির প্রত্যেকটি কবি সাহিত্যিকগণ তোমাকে গুরু মানে তোমাকে ভক্তি করে তোমাকে এখন বিশেষ প্রয়োজন।


নবীন ও প্রবীণ কবিগণ তোমার মতো বিদ্রোহী কবিতা লিখতে গেলে কলম থেমে যায়, তাই তোমাকে বিশেষ প্রয়োজন।


কারণ তুমি বিদ্রোহী কবিতা প্রতিবাদী কবিতা লিখবে,


তাই দেখে আমরা নবীন ও প্রবীণ কবিগণ সাহস নিয়ে লিখতে চেষ্টা করবো।