আমি নারী
মোঃ মেহেদী হাসান


আমি নারী আমি সবি পারি
কোন কিছুকে পাইনা ভয়।
মোর সাথে আছেন আল্লাহ ও
তার রাসূল আমি মুসলিম নারী।
আমার মনে আছে ইমানের তেজ
আল্লাহ দেওয়া এক অলৌকিক শক্তি।
আমি সদা সরর্বদা আল্লাহ তার
রাসূলের দেখানো পথে চলি।
আমার সামনে বসে যদি কেহ করে মোর আল্লাহ ও তার রাসূলের নামে কুটক্তি ও অপমান জনক কথা।
তখন সয়না মোর কলিজা আমি তখনি আল্লাহু আকবর আল্লাহু আকবর ধনি বাজিয়ে রাজ পথেচলি।
আমি নারী তাই খুবি অসহায় আমার ইজ্জত হারানোর  ভয় আছে মনে তবুও আমি থেমে থাকি না।
মনে ইমানের তেজ নিয়ে আল্লাহু আকবর আল্লাহু আকবর বলে হাত উঁচু করে রজ পথে নেমে করি অন্যায় এর প্রতিবাদ।
যদি কোন নাস্তিক, মুনাফিক, কাফির ও কাদিয়ানী  সহস করে মোর সামনে আয় দেখ আমিও কি পাড়ি।
আমি বেঁচে থাকতে কোন দিন এই পৃথিবী থেকে
ইসলাম ধর্ম কে বাতিল ধর্ম হতে দিবোনা।
পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিবো আল্লাহর কালাম আল কুরআন মাজিদ এর বানী এবং নবীজির সুন্নত সমূহ লোকের কাছে।
তোমরা পৃথিবীর সকল মুসলিম  নারী আমার হাতে রেখো হাত দেখিয়ে দিতে চাই,
এই পৃথিবীর সকল নাস্তিক, কাফির, মুনাফিক ও কাদিয়ানী দের আমরাও পাড়ি।
রচনা কালঃ ০৯/০২/২০২২ ইং সমায়ঃ ১১.৪৫ মিনিট ( এ এম)


উৎসর্গঃ প্রতিবাদের প্রতীক  ভারত বর্য দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের একটি কলেজ প্রাঙ্গণে গেরুয়া পরা একদল তরুণের সামনে হিজাব পরে একাই প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী মুসকান খান বিনতে মুহাম্মদ হুসাইন খানের প্রতি শুভেচ্ছা।