জয় বাংলায়


মোঃ মেহেদী  হাসান


মা হোসনেহারা চেয়ে দেখ পূর্ব আকাশে সূর্য মামা কি, হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে উদিত হয়েছে।
আমার ধৃর বৃষ্যাশ আমার দেশ স্বাধীন হয়েছে,
প্রকৃতির চারিদিকে চেয়ে দেখ কি সুন্দর লাগছে।
এই রকম আমি আগে কখনোই দেখিনি,
মনটাও আমার খুব হাসি খুশি লাগতে আছে।
মা হোসনেহারা চেয়ে দেখ ওই দূর পাহাড়ের চূড়ায়, তোর বাবা লাল সবুজের পতাকায় হাতে নিয়ে দাড়িয়ে আছে।
তার মানে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা, পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছি।
মা হোসনেহারা একটু কান সজাগ করে শোন চারিদিকে যেন জয় বাংলায় জয় বাংলায় এর ধ্বনি বাঁচে।