পহেলা বৈশাখ
মোঃ মেহেদী হাসান


বছর ঘুরে এসেছে পহেলা বৈশাখ,
খোকা খুকি ছিরছে ফুল গাধছে মালা।
পাড়ার সকল ছেলে মেয়ে মিলেমিশে লাল ও,
হলুদ জামা এবং শারী পরে বেড়াচ্ছে।
ঠাকুমা বৌধি মা মাশি পিশি গাইছে,
শুরে শুরে পহেলা বৈশাখ এর গান।
দাদু, ঠাকুরপো, বাবা, মিলেমিশে এক তাঁরা
দোতারা ঢাক ডোল ও বাঁশি  বাজাচ্ছে।
সাজ সকালে আমরা সবাই মিলেমিশে,
তমাল তলার নিচে বসে পান্তা ইলিশ খাই।
খোকা খুকি মনের আনন্দে নেচে গেয়ে সমায়,
পার করছে এবং করছে বৈশাখী চিত্র অংকন।