প্রেমের হাওয়া লাগলো প্রাণে,
প্রেম হলো যে তোমার সনে ।

ভালবাসি শুনলে তুমি,
ভালবাসি বললে তুমি ।

ধীরে ধীরে আসলে কাছে,
হাতটা আমার ধরলে হেসে ।

ছাড়বে না হাত আর কোনদিন
এটাই তুমি বললে সেদিন ।

এখন তবে যাচ্ছো কেন,
মন কি আমার যেনতেন ?

যাবেই যদি এমনি করে,
বেসেছিলে কেন ভাল মোরে ?

ফিরে তুমি আসবে যেদিন,
থাকবো না আর আমি সেদিন ।

ভালবাসা মোর বুঝবে যখন,
লুকিয়ে একা কাঁদবে তখন ।