জন্মের পর থেকে দেখিনি ,
বাবা__মা _ভাই _ বোন ,
আত্মিয় স্বজন কাউকেই।


আমি তো একা,,,
তাই বলে কি আমি
পরিচয়হীন বালক
না - আমার পরিচয় আছে


সুনিল এই আকাশের নিচে
বাংলা নামের সবুজ ময়
ভুখন্ডের আমি অধিপতি


আর
আমার বাড়ি হলো বট তলায়
মেঘ , বৃষ্টি , রোদ আমার
বাড়ির ছাদ
রাস্তায় পড়ে থাকা কুকুরের
মুখের খাবার আমার অন্ন
আমি ওদের সর্দার
ওদের কে এই শান্তনা
দিয়েই তো ওদের
     সাথে আছি


আর
ডাস্ট বিনে পরে থাকা
জড়াছির্ন বস্র আমারি পোষাক
এতে কারো হস্তক্ষেপ
বা অধিকার নেই।


শুনেছি আমার মা
দর্ষিতো হয়েছে একাত্তরে
            তাই
স্বাধীনতার তরে দর্ষিতো
প্রত্যেক নারিই আমার মা ।


আর বাবা
কোনো এক দর্শু
যার পাপের ফল আমি
আর সেই পাপের কারন
স্বাধীনতা , স্বাধীনতা
           তাই
স্বাধীনতা আমারি পিতা ।